বিএনপি তো সেই দল যারা স্বাধীনতার ঘোষনা দিয়ে পালিয়ে যায় নাই- ডাঃ জাহিদ হোসেন

August 16, 2025,

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক  ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি তো সেই দল যারা স্বাধীনতার ঘোষনা দিয়ে পালিয়ে যায় নাই। বিএনপি জনগনকে ভয় পায় না কারন জনগণকে নিয়ে চলার দল বিএনপি। তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন বিএনপি এত খারাপ, অথচ তারা নিজেদেরকে আয়নায় দেখে না। যারা ধর্মের কথা বলেন, তাদের কথা বলার সময় ধর্ম ও কথার মধ্যে অমিল থাকে।

তিনি শনিবার ১৬ আগষ্ট দুপুরে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী বড়লেখায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় আব্দুর রহমান কনভেনশন হলে বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম নাসের রহমান,সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মিফতা ছিদ্দীকি। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এদিকে দীর্ঘদিন পর উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

পরে  সভাপতি পদে মো: আব্দুল হাফিজ ও সিনিয়ররযুগ্ন সাধারন সম্পাদক পদে জুয়েল আহমদ বিনা প্রতিন্ধন্ধিতায় নির্বাচিত হন। সহসভাপতি যুগ্ন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৭১০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com