মৌলভীবাজার জেলা ইমাম সম্মেলন সফল করতে কুলাউড়ায় মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা ইমাম সম্মেলনকে সফল করার লক্ষ্যে কুলাউড়া উপজেলা ইমাম সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট শনিবার কুলাউড়া আল এহসান জামে মসজিদ এ উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়ুব আনছারীর সভাপতিত্বে এবং সাংগঠনি সম্পাদক হাফিজ জুনাব আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা মো: শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি বশির আহমদ।
সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান ইমরান, সহ-সভাপতি মাওলানা মো: ফয়জুর রহমান সিদ্দিকী প্রমুখ।
বক্তারা ৩০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য জেলা ইমাম সম্মেলনকে সফল করতে সর্বস্তরের সহযোগিতা ও ব্যাপক উপস্থিতির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এই সম্মেলন ইমামদের মর্যাদা রক্ষার জন্য একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ।
মন্তব্য করুন