জেলা ট্রাক, ট্যাংকলরি, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরি, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
২১ আগস্ট বুধবার সকাল ১১ টায় বেরীরপাড়স্থ ট্রাক স্ট্যান্ডে মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরি, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সেজুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও বাস, মিনিবাস মালিক সমিতি সভাপতি আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সাদিকুর রহমান সাদিক, সাধারণ সম্পাদক মারুফ আহমদ ও মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরি, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদুর রহমান অদুদ প্রমূখ। এ সময় সকল ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন সংগঠনের নিয়ম মেনে সবাই চলার জন্য নির্দেশনা প্রদান করেন। কোন অন্যায় কাজে যাতে কেউ না জড়িয়ে না যান।



মন্তব্য করুন