সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপি নেতা মতিন বক্সের দলীয় সকল পদ স্থগিত
স্টাফ রিপোর্টার : দলীয় নীতি ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিন বক্সকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানানো হয়।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস-বার্তায় এ তথ্য জানানো হয়। মতিন বক্সের বিরুদ্ধে বিএনপির হাই কমান্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দলের তৃণমূলের নেতাকর্মী ও তার বির্তকিত কর্মকান্ডে দূর্ভোগগ্রস্থ নানা শ্রেণি পেশার মানুষ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলছেন বিএনপি যে গণমানুষের সংগঠন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগঠন তা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হলো।
উল্লেখ্য ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রবেশদ্বারে বিএনপি নেতা মতিন বক্সের নেতৃত্বে মব সৃষ্টিকরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের লাঞ্চিত ও অশালিন আচরনের জন্য দৃষ্টান্তÍমূলক শাস্তির দাবি, কলেজ শিক্ষকদের হয়রানির প্রতিবাদ এবং নিজেদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।
তার বিরুদ্ধে সাংগঠনিক এমন সঠিক সিন্ধান্তের খবরে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভোক্তভোগি শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিএনপির হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিবাদন জানান। পৃথকভাবে তার আচরণ ও কর্মকান্ডে অতিষ্ট জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষও শিক্ষার্থীদের সাথে একাত্মপোষন করে বিএনপির হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভোক্তভোগি শিক্ষক, শিক্ষার্থীরা জানান দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বিএনপি নেতা মতিন বক্স দলীয় দাপটে দলবল নিয়ে কলেজের প্রবেশদ্বারে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেন এবং মব সৃষ্টি করেন। শিক্ষকদের বহনকারী যানবাহন থেকে জোরপূর্বক নামতে বাধ্য করেন। একটি রিকশায় একজন অসুস্থ শিক্ষক ছিলেন। তাঁকেও জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে দেয়া হয় এবং শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণ করে শিক্ষক-কর্মকর্তাবৃন্দকে উত্তেজিত করে মব সৃষ্টি করেন। এই ঘটনাটির বিনা অনুমতিতে ধারণকৃত ভিডিও এর খন্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে শিক্ষকদের অশালীন মন্তব্য করে হেনেস্তা করেন। এতে শিক্ষক সমাজ চরম অসম্মানিত ও অপমানিত হন। এঘটনার প্রেক্ষিতে ১৭ আগস্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়।
এছাড়া কৃষক মকিছের পরিবারকে ঘরবাড়ি ছাড়ার করার অভিযোগ, ১৬ জুন রাতে প্রেসক্লাবের তালা ভেঙ্গে দখলের হুমকি এবং তার নির্দেশে ৮ জুলাই প্রেসক্লাবের সম্মুখ গেইটে মব সৃষ্টি করে তালা দিয়ে দখরের চেষ্টা করে। সাংবাদিকদের বিরুদ্ধে নিজ ফেসবুকে নানা অপপ্রচারসহ নানা বির্তকিত কর্মকান্ড সম্পর্কে দলের হাইকমান্ড অবগত হয়ে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেন।




মন্তব্য করুন