দেশ-বিদেশে কোরআনের পাখিদের কৃতিত্ব

August 28, 2025,

স্টাফ রিপোর্টার : জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হাফিজগণ অসাধারণ সাফল্য অর্জন করছেন। বিশ্বের নানা প্রান্তে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তাঁরা শুধু ব্যক্তিগত গৌরবই অর্জন করছেন না, বরং বাংলাদেশের নামকেও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করছেন।

দেশের হিফজুল কুরআন মাদরাসাগুলো আজ অত্যন্ত সুশৃঙ্খল ও সুসংগঠিত। মানসম্মত শিক্ষার মাধ্যমে তারা দক্ষ হাফিজ তৈরি করতে নিরলসভাবে অবদান রাখছে। এই ধারাকে টিকিয়ে রাখা এবং আরও শক্তিশালী করার জন্য শিক্ষক, অভিভাবক, সমাজ ও রাষ্ট্র—সবার আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য।

বিশেষ করে হাফিজ ছাত্রদের অনুপ্রেরণা জাগাতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন, সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, বৃত্তি প্রদান ও যথাযথ পুরস্কারের ব্যবস্থা করলে হাফিজ ছাত্ররা আরও অনুপ্রাণিত হবে। একইসাথে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। যথাযথ পৃষ্ঠপোষকতা, উৎসাহ ও সহায়তা পেলে দেশের হাফিজগণ আন্তর্জাতিক অঙ্গনে সফলতা অর্জন করতে সক্ষম হবে।

বাংলাদেশের হাফিজ ছাত্ররা বিশ্বকে জয় করছে, দেশের সম্মান ও মর্যাদাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করছে। তাই প্রয়োজন রাষ্ট্রীয় সহযোগিতা, সামাজিক অংশগ্রহণ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা, যাতে হাফিজদের এই আলোকিত ধারা প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com