গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

August 30, 2025,

স্টাফ রিপোর্টার : জাতীয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর রাজধানীতে নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

শনিবার ৩০ আগস্ট দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে জেলা  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন এর সঞ্চালনায় ও  জেলা সভাপতি অপু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক  আব্দুন নুর তালুকদার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহসভাপতি নাহিদা খানম, যুব অধিকারের জেলা সভাপতি তানিম হোসেন রুহিন, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ নেতা নুর আহমদ হাসান, কিবরিয়া আহমদ, রায়হান আহমদসহ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। যদি দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁর ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com