মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

September 13, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজার পুলিশ লাইন্সের দুটি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮টায় থেকে মূল গেইটে ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে প্রার্থীদের যাচাইপূর্বক কেন্দ্রে প্রবেশ করানো হয়। দেড় ঘন্টাব্যাপী চলমান এই লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ৩৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পুলিশ সুপার লিখিত পরীক্ষা শেষে নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন এবং প্রস্তুতির জন্য দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি সবাইকে এই চাকরি সংক্রান্ত বিষয়ে কারো সাথে আর্থিক লেনদেন বা দালালদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার আহবান জানান। আগামী ১৮ সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিনই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। লিখিত পরীক্ষার কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি) মো: ইকবাল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com