মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা রাজন গ্রে প্তা র

September 14, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দেন। শনিবার ১৪ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি। তিনি গ্রেফতার এড়াতে নিজেকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে আসছিলেন। রাজন হোসেন তৌফিক সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মাসকান্দি গ্রামের রুস্তম উল্ল্যাহর ছেলে।

উল্লেখ্য ১৩ সেপ্টেম্বর মৌলভীবাজার সার্টিক হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন রাজন অংশ নেয়। কর্মশালা শেষে আনুষ্ঠানিক ভাবে সার্টিফিকেট তুলে দেয়া হয় তার হাতে। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে। ওই অনুষ্ঠানে কিভাবে সে আমন্ত্রণ পেল বা কারা তাকে নিয়ে আসলো এমন প্রশ্ন উঠে। ওই অনুষ্ঠানে বিগত ফ্যাসিস্ট এর আরও কয়েজন দোসর উপস্থিত ছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে রাতে পুলিশ তাকে নিজ বাড়ি মাসকান্দি থেকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com