৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

September 17, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে হযরত শাহজালাল (রহ.) এর সহযোদ্ধা ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৭ সেপ্টেম্বর দুপুর ১১টায় মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) সড়কস্থ বেরীরপাড়ে আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা মাওলানা শেখ শফিকুল হাসান রেজভীর সভাপতিত্বে আলোচ্যসূচীর বিস্তারিত উপস্থাপন করেন কাফেলায়ে শাহজালাল (রহ.) এর প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হাদীস, ক্বারীউল কুররা, ইবনুল ফসিহ আল্লামা খাজা মোহাম্মদ আজিজুল বারী নঈমী মোজাদ্দিদী (মা.জি.আ.)।

বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক সাংবাদিক কবি সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনা ও পরিচালনায় আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মো: জামাল উদ্দিন আহমেদ, মুফতি ফারুক আহমদ, শাহ মোস্তফা (রহ.) গাউসিয়া আবেদীয়া দরবার শরীফের খাদেম মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, মাওলানা আবুল কালাম খান, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ আব্দুল মুকিত, মুফতি মুজাহিদ আহমদ, আব্দুছ ছাত্তার মুর্শেদ, রাসেল আহমদ, চুনারুঘাট কালাপুর শাহজালাল (রহ.) আজিজীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মশাহিদুল ইসলাম আলকাদরী, কমলগঞ্জ কালাছড়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ এম কিবরিয়া, কাফেলায়ে শাহজালাল (রহ.) নির্বাহী সদস্য মোঃ ইকবাল মিয়া, ওয়াসিম আসমার নিবির প্রমুখ বক্তব্য রাখেন।

হযরত শাহজালাল (রহ.) এর সহযোদ্ধা ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনায় বক্তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পুস্তিকাতে লেখকরা মনগড়া ইতিহাস বিকৃত তথ্য উপস্থাপন করার তীব্র নিন্দা জানান এবং এসব বিভ্রান্তি নিরসনে আউলিয়ায়ে কেরামদের সঠিক সংখ্যা নিরুপন, অতিরিক্ত বিভিন্ন নামগুলো চিহ্নিত করে অপপ্রচার রোধে ব্যবস্থা গ্রহণ এবং আউলিয়ায়ে কেরামদের নামে নামকরণকৃত বিভিন্ন স্থানের অপপ্রচার রোধের ব্যাপারে সচেতনতা তৈরির প্রতি গুরুত্বারোপ করেন।

পরে মিলাদ-কিয়াম, কাফেলায়ে শাহজালাল (রহ.) এর প্রতিষ্ঠাতা সভাপতি, শায়খুল হাদীস, ক্বারীউল কুররা, ইবনুল ফসিহ আল্লামা খাজা মোহাম্মদ আজিজুল বারী নঈমী মোজাদ্দিদী (মা.জি.আ.) এর পরিচালনায় বিশেষ মোনাজাত এবং তাবারুক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com