ব্র্যাকের উদ্যোগে চুইঝাল গাছের চারা বিতরণ

September 17, 2025,

পলি রানী দেবনাথ : ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি ক্রপ কেয়ার ডিভিশন এর পক্ষ থেকে চুইঝাল গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের পূর্ব সাধুহাটি গ্রাম, আখাইলকুড়া ইউনিয়নের শেওয়াইজুড়ী সুমারাই গ্রাম ও কমলগঞ্জ পৌরসভার যুদ্ধাপুর গ্রামে মোট ১০০ চুইঝাল গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার (দাবি) মো: জিয়াউর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং, এরিয়া ম্যানেজার (দাবি) মো: আব্দুর রাশেদ, শাখা ব্যবস্থাপক (দাবি) লিটন রায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্রপ কেয়ার ডিভিশন এর ফিল্ড ম্যানেজার মো: নাজমুল হক, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার মো: তোফায়েল আলম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (দাবি) রুমান মিয়া।

অনুষ্ঠানে রিজিওনাল ম্যানেজার (দাবি) মো: জিয়াউর রহমান বলেন, চুইঝাল গাছের চারা বিতরণ করার উদ্দেশ্য হচ্ছে গ্রামীন নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র্যতা দূরীকরণ করা। চুইঝাল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলায় অনেক জনপ্রিয়। চুইঝাল উৎপাদন করে সেই জেলার অনেক নারীরা স্বাবলম্বী হচ্ছেন। আমরা চাই সিলেট বিভাগের প্রান্তিক পর্যায়ের নারীরা চুইঝাল গাছ রোপন করে নিজে যেমন খেতে পারবেন তেমনি বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন। পর্যায়ক্রমে দেশের আরও বিভিন্ন জেলায় চুইঝাল গাছের চারা বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্রপ কেয়ার ডিভিশন এর ফিল্ড ম্যানেজার মো: নাজমুল হক বলেন, চুইঝাল লতাজাতীয় একটি অর্থকারী ফসল যার বৈজ্ঞানিক নাম চরঢ়বৎ ঈযধনধ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলায় এই মসলা ফসল ব্যপকভাবে জনপ্রিয়। চুইঝাল রোপনের জন্য আলাদা কোন জমির প্রয়োজন হয় না। লতা জাতীয় উদ্ভিদ হওয়ায় বাউনি বা অবলম্বন হিসেবে আম, কাঁঠাল, জাম, সুপারি, নারিকেল, মেহগনি গাছের সাথে চুইঝাল ভালো বৃদ্ধি পায়। তাছাড়া এতে আছে অনেক ঔষধি গুণ। বর্তমানে দেশের অন্যান্য জেলায়ও এর জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বানিজ্যিকভাবে চুইঝাল চাষ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com