কবিমঞ্চ পত্রিকার পূজা সংখ্যার ১৯তম বর্ষপূর্তী অনুষ্ঠিত

September 21, 2025,

স্টাফ রিপোর্টার : কবিমঞ্চ পূজা সংখ্যার ১৯তম বর্ষপূর্তী উপলক্ষ্যে কবিমঞ্চ প্রকাশনা আয়োজিত বিশেষ আয়োজনে, গুনিজন সংবর্ধনা, মোড়ক উন্মোচন, কবিতা পাঠ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।

কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদিক ডা: ছাদিক আহমদ, সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন অ্যাড. সুনীল কুমার দাশ, রসময় সূত্রধর।

এছাড়াও ছিলেন পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ, লেখক গবেষক সৈয়দ কামাল আহমেদ বাবু ও কবিমঞ্চের সম্পাদক পুলক কান্তি ধর। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, শিক্ষায় ধীরাজ ভট্টাচার্য্য দুলাল, সংগীতে সাইফুল্লাহ খান, কবিতায় অঞ্জন ভৌমিক, মুজাহিদ আহমদ,  পলাশ দেবনাথ, গোপাল চক্রবর্তী, মিনারা আজমী, কমলা কান্ত রাজভর, নৃত্যে বন্দনা দাস, প্রাপ্ত দেব প্রীতম।

সৃষ্টি ভট্টাচার্য্যরে সঞ্চালনায় বক্তব্য রাখেন নাট্যজন রুহেল আহমেদ, লেখক মুহিদুর রহমান, নির্বেন্দু নির্ধুত, শিক্ষিকা তাসনিম চৌধুরী বিথী , কবিতা পাঠ করেন, মুক্তা সরকার, শুভ্রা দাস, সুমন দাশগুপ্ত, রিয়ান দাস, সপ্তশ্রী ভট্টাচার্য্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com