কুলাউার রবিরবাজারে বাইক দু/র্ঘট/নায় এক মহিলার মৃ/ত্যু
September 23, 2025,
আব্দুল মুবিন : কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউপির আশা ব্যংকের সামনে বাইক দুর্ঘটনায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, ২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় অন লাইন ডেলিভারী কাজে নিয়োজিত একজন বাইক আরোহী রবিরবাজারের আশা ব্যংক অতিক্রম করার সময় পৃথিম পাশা কানি কিয়ারী গ্রাম নিবাসী শাম্মি বেগম (৫০) হঠাৎ সামানে আসলে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
যার ফলে দুজনই মারাত্বক আহত হলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহিলাটির মৃত্যু ঘটে।



মন্তব্য করুন