মৌলভীবাজারে বি/ক্ষোভ মিছিল সফলের লক্ষে প্রচারপত্র বিলি করেছে সদর উপজেলা জামায়াত

September 23, 2025,

স্টাফ রিপোর্টার : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫-দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচী ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার উদ্যোগে বাদ জুমআ চৌমুহনী দেওয়ানী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে প্রচারনা করছে মৌলভীবাজার সদর উপজেলা জামায়াত।

সোমবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ ঘটিকায় কুসুমবাগ এসআর প্লাজার সামন থেকে শুরু হয়ে সিলেট রোড সিএনজি স্টেশন হয়ে সুমা ফুডের সামনে গিয়ে বিতরণ শেষ হয়।

প্রচার পত্র বিতরণের পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম ও পৌর জামায়াতের সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, আমরা জনগণের দাবী আদায়ের জন্য আবারও মাঠে আছি। দেশবাসী ইতোমধ্যেই অবগত হয়েছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

দাবিগুলো হলো: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ। বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

সদর উপজেলা আমীর ফখরুল ইসলামের নেতৃত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারী ইসমাইল আলী, কনকপুর ইউনিয়ন সভাপতি ইউনুস সিদ্দিকী, শহর শিবিরের সাবেক সভাপতি জিল্লুর রহমান, শিবির নেতা সায়েম আহমদ, পৌরসভা কর্মপরিষদ সদস্য জায়েদুর রহমান রাসেল, মোয়াজ্জেম হোসেন, জায়েদ আহমদ সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com