মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কলেজ শাখা সভাপতি আরাফাত আহমদ এবং সেক্রেটারি সুমন আহমদের স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেওয়া দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনছুর আলমগীর এর কাছে।
স্মারকলিপিতে বলা হয় হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ১৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর প্রাণের ঠিকানা এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করা জরুরী।
জুলাই স্পিরিটে ‘জুলাই কর্নার’ ও ভবন নামকরণ, ছাত্রসংসদ নির্বাচন ও অফিস সংস্কার, নতুন আবাসিক হল নির্মাণ, নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান, বাস রুট চালু, নতুন অনার্স কোর্স, শ্রেণিকক্ষ ও অডিটোরিয়াম সংস্কারসহ দশটি দাবি জানানো হয়।
পরে সংবাদ সম্মেলনে শিবির নেতারা আশা প্রকাশ করেছেন, কলেজ প্রশাসন দাবিগুলোর ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। পাশাপাশি বৈষম্যহীন ও গণতান্ত্রিক পরিবেশ গড়তে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।



মন্তব্য করুন