শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

September 25, 2025,

স্টাফ রিপোর্টার : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে Youth Volunteers from Girls Guide and Bangladesh Scouts এর তরুন ভলান্টিয়ারদের নিয়ে Typhoid Vaccination বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে জাতীয় মহিলা সংস্থার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: বর্নালী দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, প:প: কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, ইউনিসেফ প্রতিনিধি-সিলেট ও ডঐঙ-প্রতিনিধি।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। ভিডিও কলে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন। ওরিয়েন্টেশন কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে ৪৫জন স্কাউট ও গার্লস গাইড তরুন ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com