বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ দফা দাবি বাস্তবায়নে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস-ঘোষিত অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মুফতী হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল এর পরিচালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের পশ্চিম বাজার জামে মসজিদ এর সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুম বাগ পয়েন্ট গিয়ে মোনাজাত এর মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিওর সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ সদর থানা দায়িত্ব শীল মাও হাম্মাদ সাদী প্রমুখ।



মন্তব্য করুন