চাঁদনীঘাট ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ছালামীটিলা তাঁরা যুব সংঘের উদ্যোগে ও লন্ডন প্রবাসী মো: জাকির রাজা এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
শনিবার ২৭ শনিবার মৌলভীবাজার সদর উপজেলা ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ১২টি প্রতিষ্ঠানে ২৫০ টি বৃক্ষরোপণ করা হয়।
প্রতিষ্ঠান গুলো হলো, ছালামীটিলা কেন্দ্রীয় জামে মসজিদ, পাহাড় বর্ষিজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ছালামীটিলা জামে মসজিদ, নুরানি শাহী সুন্নি হাফিজি মাদ্রাসা শিমুলতলা, ছালামীটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছালামীটিলা নুরে মদিনা জামে মসজিদ, এম ইসরাইল এম আমীর উচ্চ বিদ্যালয় মাতারকাপন, ছালামীটিলা গাউসুল আজম জামে মসজিদ, শ্যামেরকোনা দাখিল মাদরাসা, ছালামীটিলা আলমদিনা জামে মসজিদ, অভয়চরণ উচ্চ বিদ্যালয় ছয়কুট। রোপনকৃত গাছের মধ্যে রয়েছে, নারিকেল, খেজুর, আম, কাঠাল, পেয়ারা, লিচু, নিম, কৃষ্ণচুড়া, দেবদারু, সুপারি, চায়না টগর।
এসময় উপস্থিত ছিলেন, যুব সংঘের সভাপতি মো: আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফিদুল ইসলাম, উপদেষ্টা মো: রফিক মিয়া ও সুজন মিয়া, মো: মতলিব মিয়া, জমসেদ মিয়া। যুব সংঘের কর্মীদের মধ্যে, খালেদ মিয়া, রেদওয়ান আহমদ, হেলাল মিয়া, রুসেল আহমদ, কাউছার আহমদ, নাঈম আহমদ, রমজান আলী, রাহি আহমদ, নাহিদ আহমদ, তামিম আহমদ, আরিফ আহমদ, ফাহিম আহমদ, রেজাউল ইসলাম, জুনায়েদ আহমদ প্রমুখ।



মন্তব্য করুন