শিক্ষক জাতি গঠনের মূলশক্তি, বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে

বশির আহমদ : প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। এই দিনটি শিক্ষকদের অবদান, মর্যাদা ও দায়িত্ব স্মরণ করার এক অনন্য দিন। ২০২৫ সালের প্রতিপাদ্য “শিক্ষক, শিক্ষার হৃদয়, জাতির বিবেক” আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষক শুধু পাঠদানকারী নন, তিনি সমাজের দিকনির্দেশক ও জাতি গঠনের মূল চালিকাশক্তি।
যে সমাজে শিক্ষককে সম্মান দেওয়া হয় না, সেই সমাজ কখনো প্রকৃত শিক্ষিত মানুষ গড়ে তুলতে পারে না। শিক্ষকই শিক্ষার্থীর মনে জ্ঞান, নৈতিকতা ও মানবতার আলো জ্বালান। তাঁর হাতেই তৈরি হয় দেশপ্রেমিক নাগরিক, দক্ষ কর্মী এবং ভবিষ্যৎ নেতৃত্ব। তাই শিক্ষককে জাতির মূলশক্তি বলা হয়, কারণ তাঁর হাতেই গড়ে ওঠে একটি জাতির ভবিষ্যৎ।
কিন্তু বাস্তবতা হলো, শিক্ষকেরা আজও আর্থিকভাবে অবহেলিত। সরকার অন্যান্য খাতে উদারভাবে বরাদ্দ দিলেও শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের তেমন উদ্যোগ নিচ্ঋেন না। একাডেমিক অবকাঠামো উন্নত হলেও শিক্ষক সমাজের আর্থিক অবস্থার উন্নতি হয়নি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে তাঁরা জীবনযুদ্ধে প্রতিদিন লড়াই করছেন।
একজন শিক্ষক যদি ন্যায্য সম্মান ও পারিশ্রমিক না পান, তবে তাঁর পক্ষে শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগানো কঠিন হয়ে পড়ে। শিক্ষক যেন মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কাজ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কারণ, শিক্ষক যখন সুখে থাকেন, তখন শিক্ষা হয় আলোকিত, সমাজ হয় সচেতন, আর জাতি হয় শক্তিশালী।
এখন সময় এসেছে শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার। কারণ, শিক্ষক জাতি গঠনের মূলশক্তি,তাঁদের উন্নতিই জাতির উন্নতি।
লেখক : বশির আহমদ, অধ্যক্ষ, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা।
মন্তব্য করুন