পুলিশের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

October 13, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে পুলিশের অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১২ অক্টোবর মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স এমটি শেডে কনস্টেবল-নায়েক হতে এএসআই (নিরস্ত্র), এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্যারেড পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। তার নেতৃত্বে পরীক্ষা পরিচালনা কমিটি বিধি মোতাবেক পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেটের গোলাপগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com