উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষ ফুঁসে উঠার আগেই বিহিত ব্যবস্থা নিন- হাফিজ সাব্বির আহমদ

October 13, 2025,

স্টাফ রিপোর্টার : সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ এক বিবৃতিতে বলেন, সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। এ শহরে ঘুমিয়ে আছেন ওলি সম্রাট হযরত শাহজালাল মুজাররাদে ইয়েমেনি (র.) সহ ৩৬০ আউলিয়া। এই সিলেটের পূণ্যভূমিতে জন্ম নিয়েছেন মুজাদ্দিদে জামান হয়রত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)। সিলেট উপহার দিয়েছে দেশসেরা রাজনীতিবিদদের। অথচ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার সিলেটকে বঞ্চিত করে রাখা হয়েছে।

১৩ অক্টোবর সোমবার এক বিবৃতিতে আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ আরো বলেন, ‘আমরা লক্ষ করছি, বিগত সরকারের আমল থেকে বর্তমান ইন্টেরিম সরকার পর্যন্ত সিলেটের উন্নয়নে বিমাতাসুলভ আচরণ করছেন। সিলেট থেকে রাজধানী ঢাকা ও অন্যান্য বিভাগের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এ ব্যাপারে সরকারের কোন নজরদারি নেই। অন্যান্য বিভাগে যখন কোটি কোটি টাকা বরাদ্দের প্রতিযোগিতা চলছে সেখানে সিলেটের নাম গন্ধ নেই। হাফি সাব্বির আহমদ আরো বলেন, ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর সকল দেশেই সিলেটের মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের পাঠানো রেমিটেন্সদেশের অর্থনীতিকে চাঙা রাখছে।’

তিনি, ‘সত্ত্বর সিলেট বিভাগকে উন্নয়নের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষ ফুঁসে উঠার আগেই বিহিত ব্যবস্থা নিন। নতুবা অধিকার আদায়ের আন্দোলনে সকল প্রকার কর্মসূচি গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com