গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলার পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার : গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর মঙ্গলবার রাতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি ও সিলেট মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে: কর্নেল আতাউর রহমান পীর। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট লেখক সৈয়দ কামাল আহমদ বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক লেখক ও প্রকাশ বায়েজিদ মাহমুদ ফয়ছল, সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, সংগঠনের উপদেষ্ঠা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ, কবি ও লেখক হাছনাইন সাজ্জাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা ইলিয়াছুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য, সমাজকর্মী ও সাংবাদিক মু.ইমাদ উদ-দীন। বক্তব্য রাখেন কবি ও লেখক বেলাল চৌধুরী, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: বাবুল উদ্দিন খান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল আলা মোহাম্মদ মওদুদ, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য খালেদ চৌধুরী, সংগঠনের সদস্য,পরিবেশ ও সমাজকর্মী আ.স.ম ছালেহ সুহেল, সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সদস্য ও হাওর আন্দোলনের মোহাম্মদ খছরু চৌধুরী, কামাল উদ্দিন ভুইয়া প্রমুখ। বক্তারা মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মৌলভীবাজার সিলেট-হবিগঞ্জ সড়ক চারলেন, সিলেটের সাথে ঢাকার রেলপথ ও সড়কপথ মেরামত, নতুন ট্রেন,বন্ধ হওয়া স্টেশন চালু, শমসেরনগর বিমানবন্দর চালু, জেলার হাওর ও পাহাড়ের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সিলেট প্রদেশ বাস্তবায়নসহ নানা দাবি ও তা বাস্তবায়নে সরকারের এগিয়ে আসার আহবান জানান।
এছাড়া দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সিলেটবাসীর নানা যৌক্তিক দাবি আদায়ের লক্ষে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সংগঠনের সদস্যদের রাজপথে সক্রিয় থাকার আহবান জানানো হয়।



মন্তব্য করুন