মৌলভীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

October 15, 2025,

স্টাফ রিপোর্টার : ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষে ১৫ অক্টোবর বুধবার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজারের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মুখে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: খালেদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

এ সময় তিনি বলেন, আমাদের সবার নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে একদিন হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।  হাত ধোয়া একদিকে যেমন নিজের স্বাস্থ্য রক্ষা করে, তেমনি অন্যদেরও নিরাপদ রাখে। তাই আমাদের সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পালসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com