বড়লেখায় ইয়াবা সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড, ২ জনের বিরুদ্ধে মা/ম/লা

November 12, 2025,

আব্দুর রব : বড়লেখায় ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যবককে ৫শ’ টাকা করে অর্থদণ্ড ও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। ইয়াবা ও গাঁজাসহ আটক অপর দুই যুবককে নিয়মিত মামলা দায়েরের নিমিত্তে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

১২ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ ও গৌড়নগর এলাকায় থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। ইয়াবা সেবনের দায়ে দণ্ডিতরা হচ্ছে- উপজেলার দক্ষিণভাগ এলাকার কাওছার হামিদ শুকুর ও আব্দুল মুহিত।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, ইয়াবা সেবনকালে আটক দুই যুবককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলার কাঠালতলী গৌড়নগর এলাকায় গাঁজাসহ আটক বাবুল পাত্র ও দক্ষিণভাগ এলাকায় ২০ পিস ইয়াবাসহ আটক সেবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com