বড়লেখায় ইয়াবা সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড, ২ জনের বিরুদ্ধে মা/ম/লা
আব্দুর রব : বড়লেখায় ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যবককে ৫শ’ টাকা করে অর্থদণ্ড ও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। ইয়াবা ও গাঁজাসহ আটক অপর দুই যুবককে নিয়মিত মামলা দায়েরের নিমিত্তে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।
১২ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ ও গৌড়নগর এলাকায় থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। ইয়াবা সেবনের দায়ে দণ্ডিতরা হচ্ছে- উপজেলার দক্ষিণভাগ এলাকার কাওছার হামিদ শুকুর ও আব্দুল মুহিত।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, ইয়াবা সেবনকালে আটক দুই যুবককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলার কাঠালতলী গৌড়নগর এলাকায় গাঁজাসহ আটক বাবুল পাত্র ও দক্ষিণভাগ এলাকায় ২০ পিস ইয়াবাসহ আটক সেবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন