জন্ম ও মৃ/ত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ট বড়লেখার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদ

November 12, 2025,

আব্দুর রব : মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে গত ৪৫ দিনে সর্বোচ্চ সংখ্যক জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে বড়লেখার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদ।

এই শ্রেষ্টত্ব অর্জনে বুধবার ১২ নভেম্বর দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান আহমদের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

 ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ জানান, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর তদারকি ও দিক নির্দেশনায় এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দে চৌধুরী, উদ্যোক্তা ফয়ছল রানা গ্রাম পুলিশের অক্লান্ত পরিশ্রমে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের ক্ষেত্রে তার ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্টত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। এই সুনাম শুধু ইউনিয়ন পরিষদের নয়, ইউনিয়নবাসিরও।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com