মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ/ত্যুবরণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ
কমলগঞ্জ প্রতিনিধি : মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ।
বুধবার ১২ নভেম্বর স্থানীয় সময় সকালে মালয়েশিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশের ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
ব্যক্তিগত জীবন :
দীপঙ্কর দাস দ্বীপ এর বাড়ি সিলেট অঞ্চলে। শৈশব থেকেই তিনি সংগীত, নাটক ও উপস্থাপনায় আগ্রহী ছিলেন। ছাত্রজীবনে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণ করতেন। জীবিকার তাগিদে পরে তিনি মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করেন, তবে প্রবাসের মাটিতেও তিনি থেমে থাকেননি—বাংলাদেশি প্রবাসীদের হাসি, কান্না ও জীবনের গল্প তুলে ধরেই তিনি গড়ে তুলেছিলেন নিজের আলাদা পরিচিতি।
কর্মজীবন ও জনপ্রিয়তা :
দীপঙ্কর দাস দ্বীপ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন। প্রাণবন্ত কণ্ঠস্বর, সাবলীল উপস্থাপনা ও ব্যতিক্রমী গল্প বলার ধরণ তাঁকে দ্রুত জনপ্রিয় করে তোলে। তাঁর ভিডিওগুলোতে সাধারণ প্রবাসী জীবনের হাসি-কান্না, সামাজিক ব্যঙ্গ, দেশপ্রেম ও মানবিক বার্তা উঠে আসত।
সিলেট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তিনি ছিলেন এক পরিচিত ও প্রিয় মুখ। তাঁর ইউটিউব ও ফেসবুক পেজে হাজারো অনুসারী ছিলেন, যারা প্রতিনিয়ত তাঁর নতুন কনটেন্টের অপেক্ষায় থাকতেন। অনেকেই তাঁকে প্রবাসী জীবনের মুখপাত্র হিসেবে দেখতেন।
শ্রদ্ধা ও শোক :
হঠাৎ তাঁর মৃত্যুর খবরে সহকর্মী ও ভক্তরা শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করছেন। কেউ লিখেছেন—প্রবাসের হাসিখুশি মানুষটি চলে গেলেন চিরবিদায়ে, আবার কেউ বলেছেন—দীপঙ্কর দাস দ্বীপ প্রমাণ করেছিলেন, হাসির মাঝেও মানুষ ভালোবাসা ছড়াতে পারে।
দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, প্রবাসী সমাজ ও অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।



মন্তব্য করুন