কুলাউড়ায় ১৭ বছর পর বিএনপির দলীয় প্রার্থী পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা, ধানের শীষের সমর্থনে জনসভা

November 13, 2025,

মাহফুজ শাকিল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকতুল ইসলাম শকু যুক্তরাজ্য থেকে কুলাউড়া আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রায় দশ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা ধানের ছড়া প্ল্যাকার্ডসহ খন্ড খন্ড মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হন।

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির দলীয় প্রার্থী পাওয়ায় নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসের সহিত তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকা থেকে শওকতুল ইসলাম শকুকে প্রায় সহস্রাধিক মোটরাসাইকেল শোভাযাত্রা নিয়ে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা বরণ করে নেন। এরপর শোভাযাত্রাটি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে এসে শেষ হয়। এদিকে উপজেলার ১৩টি ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থলে বাড়তে থাকে মানুষের চাপ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও শোভাযাত্রা পরিণত হয় জনসমুদ্রে। আর এই বিশাল মিছিল থেকে ধানের শীষের পক্ষে বারংবার আওয়াজ উঠে শওকতুল ইসলাম শকুর সমর্থনে।

কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি দলের জন্য কোন নতুন প্রার্থী নয়। ২০০৮ সালেও আমাকে প্রাথমিকভাবে দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বিএনপিতে যোগদানকারী এডভোকেট আবেদ রাজাকে মনোনয়ন দেয়া হলে আমি তাঁর পক্ষে কাজ করেছি। আসন্ন নির্বাচনে কুলাউড়াবাসী ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবেন।

কুলাউড়ার উন্নয়ন প্রসঙ্গে শওকতুল ইসলাম শকু বলেন, আমি নির্বাচিত হলে শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, কুলাউড়া হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, শহরের ভেতরের বাসস্ট্যান্ডকে শহরের বাইরে স্থানান্তর, পৌরসভার বর্জ্যব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে প্রদক্ষেপ গ্রহণ, কুলাউড়ায় একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা, চা-শ্রমিকদের জন্য উন্নত বাসস্থান নিশ্চিতসহ চা-শ্রমিকদের সমস্যা সমাধান, কুলাউড়ার অসমাপ্ত রাস্তা পাকাকরণ, হাকালুকি হাওরকে পর্যটন স্পটে রুপান্তরকরণ, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে আন্তঃনগর ট্রেনচালুর ব্যবস্থাগ্রহণসহ কুলাউড়ার সার্বিক উন্নয়নে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।

শওকতুল ইসলাম শকু বলেন, আমার দরজা সাধারণ জনগণের জন্য অতীতের ন্যায় খোলা থাকবে। যেকোন সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে আসবেন। আসার আহবান জানান তিনি। দলের অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। ইতিমধ্যে মনোনয়নপ্রত্যাশী অনেকেই আমাকে সমর্থন দিয়ে কাজ শুরু করেছেন। সবাইকে নিয়েই আমি আমার নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করবো। আমি আশা করছি দলের ত্যাগী নেতা এড আবেদ রাজা ভাইও আমার সাথে থেকে ধানের শীষকে বিজয়ী করবেন। আমি দলের হাইকমান্ডের প্রতি অনুরোধ  করবো রাজা ভাইকে যেনও দল ক্ষমতায় গেলে মূল্যায়ন করা হয়।

শওকতুল ইসলাম আরও বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়ে তারা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনবে। বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা। দীর্ঘ ১৭ বছর এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে আন্দোলন করছে, তাতে জনগণের বিপুল সাড়া মিলছে। কুলাউড়ায় আমাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য এখানে এসেছি। এটাই হলো মূল কথা।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আজিজুর রহমান মনির, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী, কমর উদ্দিন আহমদ কমরু, আব্দুল মুক্তাদির মনু, কাওসার আরিফ, হারুনুর রশীদ, ফয়জুর রহমান গোলাম, শামীম আহমদ, নুরুল ইসলাম ইমন, কৃষকদল নেতা আব্দুল করিম কালা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মূসা আহমদ সুয়েট, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব গিয়াস মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক মুহিবুর রহমান মলাই, যুগ্ম আহবায়ক অলিউর রহমান চৌধুরী শিপলু, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, কাদিপুর বিএনপির সভাপতি মো: মুক্তার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com