বিআইএস-এর উদ্যোগে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

November 23, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি [বিআইএস] মৌলভীবাজারুএর উদ্যোগে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ নভেম্বর  মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিবুএর নেতৃত্বে আয়োজিত এ পরীক্ষা পরিদর্শন করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, সংগঠনের উপদেষ্টা ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. সাদিক আহমদ, উপদেষ্টা ও রাজনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শাহানারা রুবি, মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মো: মশিউর রহমানসহ আরও অনেকে।

পরীক্ষা আয়োজনে ও ব্যবস্থাপনায় সংগঠনের যেসব কর্মকর্তা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে ছিলেন—

বিআইএস নির্বাহী পরিচালক (সার্বিক) শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির সহকারী টিম লিডার মো: মজিবুর রহমান জসনু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কেএম সাজানুর রহমান, মো: হেলাল উদ্দিন, মোস্তফা বকস, প্রচার ও প্রকাশনা সচিব মো: আলমগীর আলম, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, সমাজকল্যাণ সচিব সোহেল আহমদ, যুগ্ম সমাজকল্যাণ সচিব ফয়েজ আহমেদ।

এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য ডেন্টিস্ট রাহেল আহমদ, আব্দুল কাইয়ুম রুবেল, মনির উদ্দিন, শেখ মেহেদী হাসান, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার মো. আশরাফুল ইসলাম তানভীর, নির্বাহী পরিচালক আবু সামাদ সুজেল, আবু হায়াত ফরহাদ, ফাইয়ান আহমদ, জাবেদ আহমদ, রাসেল আহমদ মাহমুদ, মো. আবদুল্লাহ আল মামুন, ফয়সাল আহমদ শাহী, ইশতিয়াক আহমদ চৌধুরী, তারেক হাসান, হুমায়ুন আহমেদ শিমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নমুখী কর্মকাণ্ডে বিআইএস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে জেলার বৃহত্তম বেসরকারি মেধা যাচাই পরীক্ষা।

জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com