মৌলভীবাজারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, এনজিও সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা ইত্যাদি।
সোমবার ২ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক মো: নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য জেলা প্রতিবন্ধী বিয়য়ক কর্মকর্তা চন্দন কুমার পাল।বক্তব্য রাখেন আব্দা বহুমুখী যুব সংগঠনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, সাকো নির্বাহী পরিচালক শামীম আহমদ, জালাবাদ ফাউন্ডেশন নিবাহী পরিচালক জি,এম, এনাম আহমদ, এমসিডার পরিচালক আজিজুর হক আলম, রুপান্তর জেলা কো অডিনেটর শীহাবুর রহমন প্রমুখ।



মন্তব্য করুন