সহকারি শিক্ষকদের কর্মবিরতি, বড়লেখায় দপ্তরি আর অভিভাবকরা নিচ্ছেন প্রাথমিকের পরীক্ষা

December 2, 2025,

আব্দুর রব : বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা করছেন কর্মবিরতি। প্যারা শিক্ষক, দপ্তরি আর অভিভাবকরা নিচ্ছেন বার্ষিক পরীক্ষা। প্রধান শিক্ষক শূন্য স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত করে আন্দোলনের নামে স্কুলে বসে সহকারি শিক্ষকরা করছেন কর্মবিরতি। তবে, কোনো কোনো স্কুলের সহকারি শিক্ষকরা ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে নিয়েছেন শিক্ষার্থীদের পরীক্ষা।

জানা গেছে, বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৫১টি।

২ ডিসেম্বর মঙ্গলবার শুরু হয়েছে প্রাথমিকের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায়। অনেক স্কুলে প্রথম দিনের ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়নি। নানা দাবিতে আন্দোলনে থাকা সহকারি শিক্ষকরা স্কুলে উপস্থিত থাকলেও অংশ নেননি বার্ষিক পরীক্ষা গ্রহণের কোনো কার্যক্রমে। তবে, কিছু স্কুলের সহকারি শিক্ষকরা বিবেকের তাড়নায় প্রধান শিক্ষকদের সাথে অংশ নিয়েছেন পরীক্ষা গ্রহণ কার্যক্রমে।

সরেজমিনে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় শিফটে দুইটি হলে চলছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা। এক হলে ডিউটি করছেন প্যারা শিক্ষক দিপা আক্তার ও অন্য হলে স্কুলের দপ্তরী সোয়েল আহমদ। প্রধান শিক্ষক মো. মাতাউর রহমান জানান, তিনি ছাড়াও কর্মরত সহকারি শিক্ষক রয়েছেন ৫ জন। তারা স্কুলে উপস্থিত কিন্তু কর্মবিরতির কারণে পরীক্ষাগ্রহণের কার্যক্রমে অংশ নেননি। বাধ্য হয়ে তিনি একজন প্যারা শিক্ষক ও দপ্তরিকে দিয়ে সকালের শিফট ও বিকেলের শিফটের পরীক্ষা নিচ্ছেন। ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। সহকারি শিক্ষক আশোক আচার্য্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকলেও তিনিসহ তিনজন সহকারি শিক্ষক নেননি প্রথম দিনের পরীক্ষা। পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করছে। নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, দুইজন সহকারি শিক্ষক কমনরুমে সময় পার করছেন। দুইটি পরীক্ষা হলের একটিতে ডিউটি করছেন দুইজন নারী অভিভাবক ও অন্যটিতে প্রধান শিক্ষক মোছা. রাজিয়া বেগম। এদিকে দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা প্রথম দিনের বার্ষিক পরীক্ষা নিচ্ছেন। সহকারি শিক্ষক হোসেনে আরা জানান, কর্মবিরতি অব্যাহত থাকলেও ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে প্রধান শিক্ষকের সাথে আমাদের স্কুলের সকল সহকারি শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছি।

উপজেলা শিক্ষা অফিসার জোবায়ের আলম জানান, তিনি ও সহকারি শিক্ষা অফিসাররা সারা দিন বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন। প্রথম দিনের বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে চলতে দেখেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com