পাইকপাড়া এমএ আহাদ আধুনিক কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

December 3, 2025,

কুলাউড়া প্রতিনিধি : এবছরের  এইচএসসিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গড় পাশের হারে শীর্ষে থাকা মফস্বলের নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৩ ডিসেম্বর বুধবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জীবন একটাই। সেটা গড়তে হলে সুযোগকে কাজে লাগাতে হবে। আর সুযোগটা একবারই আসে। এইচএসসির ধাপটি শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রতিদিন কলেজে আসবে। ক্লাসে মনযোগী হবে। শিক্ষক, সহপাঠী সাথে মিশবে। নতুন কিছু জানবে। এই যে কম্বিনেশন হবে সেটাই তোমাদের সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলবে। তবে তোমাদের মোবাইল আসক্তি কমিয়ে ফেলতে হবে।

এইচএসসি উত্তীর্ণদের কৃতিত্বের জন্য অভিবাদন জানিয়ে তিনি আরও বলেন আগামীর জন্য যারা তৈরি হচ্ছো তোমরা শুধু শিক্ষিত হলে চলবে না। কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হবে। তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই কুলাউড়া অঞ্চলে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন, যারা প্রশাসনসহ দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সাথে কাজ করছেন। আমি বিশ্বাস করি কঠোর অধ্যবসায় তোমাদের মধ্যেও সফলতা এনে দেবে। এখান থেকেই বেরিয়ে আসবে জ্ঞানী ও গুণীজন।

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল হকের সভাপতিত্বে ও প্রভাষক আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ চিন্ময় দে, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, কলেজের নির্বাহী কমিটির সদস্য ছয়ফুল আলম সাইফুল ও ইন্জিনিয়ার মিজানুর রহমান, অভিভাবক সদস্য হেলাল আহমদ, হাজীপুর  বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নাসির উদ্দিন প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মইনুল ইসলাম, ফারহানা জান্নাত, সাবেক শিক্ষার্থী জুবেরা আক্তার সোনিয়া, কৃতি শিক্ষার্থী জিশু সূত্রধর, একাদশ শ্রেণির নুসরাত তাছসরিন প্রমি। কোরআন তেলাওয়াত করে একাদশ শ্রেণির চুন্নি বেগম, গীতা পাঠ করে দ্বাদশ শ্রেণির মৌমিতা দেব মাম্পি। আলোচনার ফাঁকে ফাঁকে গান পরিবেশন করে কলেজের স্টাফ সুমন দাস, শিক্ষার্থী লিপি রানী দেব, কবিতা আবৃত্তি করে পূর্ণা রানী সূত্রধর। উল্লেখ্য প্রথমবারের মতো (কলেজের নামে) পরীক্ষায় অংশ নিয়ে এই প্রতিষ্ঠানটি চমক দেখিয়েছে। গড় পাশের হার ৮৫.৭১ শতাংশ পেয়ে উপজেলায় সেরা ও জেলায় দ্বিতীয় সেরা হয় প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com