সিলেটে ৮ দলের সমাবেশ সফলের লক্ষ্যে কুলাউড়ায় জামায়াতের মিছিল

December 3, 2025,

কুলাউড়া প্রতিনিধি : সিলেটে আগামী ৬ ডিসেম্বর  আন্দোলনরত ৮ দল কর্তৃক আহুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ সফলতার লক্ষ্যে কুলাউড়ায় প্রচার মিছিল করেছে জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

৩ ডিসেম্বর বুধবার বিকেলে মিছিল পরবর্তী আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম খান ও মোঃ আলাউদ্দিন, অর্থ সম্পাদক শফিক মিয়া, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, তরিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি তিহান তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল মুনতাজিম বলেন, বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছর স্বাধীনতার স্বাদ পায়নি। গত জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার প্রকৃত স্বাদ এখনো জাতি পায়নি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি।

অধ্যাপক আব্দুল মুনতাজিম আরও বলেন, আমরা লক্ষ্য করছি একটি গোষ্ঠী দেশে অনবরত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজী, ঘুম, খুন আর ধর্ষণের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই কু-রাজনীতি বাদ দিয়ে সুস্থ ধারার রাজনীতি করুন।

প্রচার মিছিলটি কুলাউড়ার উত্তরবাজার থেকে শুরু হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনীতে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com