কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগ নেতা মমদুদ গ্রে/প্তা/র
মাহফুজ শাকিল : সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-২ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে কুলাউড়া থানা পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান মমদুদ হোসেন (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুরগ্রামস্থ তাঁর নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি রাজাপুর গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে।
ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বার সকালে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সকল সদস্যদের নিয়ে তাঁর বাড়িতে একটি বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন ও থানার ওসি মনিরুজ্জামান মোল্যার নির্দেশনায় এসআই মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই মুস্তাফিজুর রহমান, এএসআই আব্দুল মালিকসহ পুলিশ সদস্যরা পলাতক আসামী মমদুদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, পলাতক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মমদুদ হোসেন গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বৈষম্যবিরোধী মামলার পলাতক থাকা অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।



মন্তব্য করুন