দলিলের মুলকপি হারিয়েছে

January 4, 2026,

আমি নিম্নে স্বাক্ষরকারী হারিয়ে যাওয়া দলিলের মালিক  পারভেজ মিয়া গত ১২/১০/২০২৫ সকাল অনুমান ১১ ঘটিকার সময় নিজ বাড়ি হইতে সিএনজি গাড়ী যোগে রাজনগর উপজেলা রেজিষ্টী অফিসে যাওয়ার পথে ১০/০৪/২০০৫ তারিখে রেজিস্ট্রীকৃত ১৬৮২ নং  দলিলের মুলকপি অঞ্জাত স্থানে হারিয়ে যায। অনেক জায়গায় খুঁজাখুঁজি করে পাইনি। এতে আমি নামজারি করতে পারতেছিনা। রাজনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি, মৌখিক আদেশ বলে দলিল হারিয়ে যাওয়ার ব্যাখ্যায় তিনি বলেন সার্টিফাই কপিতে নামজারি করিতে হইলে আসল দলিল হারিয়ে গেলে থানায় জিডি করিতে হইবে। তাই নামজারি জমা খারিজ মোতাবেক আবেদন নং ৩৭২৭০৮৫, তাং ১৯/১১/২০২৫ইং এর শুনানী অদ্য ০৪/০১/২০২৬ইং তারিখে শুনানীর জন্য আবেদন কারীর পক্ষে তাহার মাতা মোছাঃ পিয়ারুন বেগম থানায় জিডি করেন জিডি নং- ১৪২ তারিখ ঃ ০৪/০১/২০২৬ইং অত্র জিডির কপিসহ স্থানীয় সংবাদপত্রে হারানো বিঞ্জপ্তি  প্রকাশ করিলাম।

পারভেজ মিয়া

০১৭৭২৬৬৭৬২২

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com