মৌলভীবাজার সদর আন্ত: ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

January 26, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা সদরের আমতৈল ফোর ষ্টার ক্লাব এর আয়োজনে মরহুম মোহাম্মদ সিপু খাঁন স্মৃতি মৌলভীবাজার সদর আন্ত-ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ ২০২৬ এর ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা আমতৈল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্রিকেট খেলা ঘিরে মাঠের চারদিকে দর্শকের ছিল উপচেপড়া ভিড়।

রোববার ২৫ জানুয়ারি খলিলপুর ইউনিয়নের সাথে উক্ত ম্যাচে টসে হেরে একাটুনা ইউনিয়ন ব্যাটিং পায় এবং ২০ ওভার এ ২৫৩ রানের বড় সংগ্রহ পায়। দলীয় অধিনায়ক সিদ্দিকুর রহমান ১২৩ রানের বিশাল ইনিংস উপহার দেন, রাহি ৪৬রানের ইনিংস খেলেন ২৫৩ রানের টার্গেটে খেলতে নেমে খলিলপুর ইউনিয়ন সমান সমান পাল্লা দিয়ে ইনিংসের শেষ ওভারের শেষ বলে নাটকীয় জয় তুলে নিয়ে  চ্যাম্পিয়ন্স শিরোপা অর্জন করে খলিলপুর ইউনিয়ন। ও রানার্স আপ হয় একাটুনা ইউনিয়ন ।

টুর্নামেন্ট এর সেরা বোলার নির্বাচিত হন একাটুনা ইউনিয়নের এমদাদ টুর্নামেন্ট এর সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সিদ্দিকুর।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও চ্যাম্পিয়নস ও রানার্স আপ  বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও  ম্যাডেল তুলে দেন সিলেট মেট্রোপলিটান পুলিশের এএস পি মোহাম্মদ মুহিবুর রহমান খান, ৯ নং আমতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রানা খান শাহীন, বিআরইবির নিবাহী প্রকৌশলী মোহাম্মদ সাদিক জামান খান ও বিপিডিবির উপো-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাকিল খান সহ টুনামেন্ট  আয়োজক সংগঠন এর প্রেসিডেন্ট ও সেক্রেটারি সহ অন্যান্য কমকর্তাবৃন্দ।

এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এক অভিনন্দনবার্তায় মৌলভীবাজার জেলা সদরের আমতৈল ফোর ষ্টার ক্লাব এর আয়োজনে মরহুম মোহাম্মদ সিপু খাঁন স্মৃতি মৌলভীবাজার সদর আন্ত- ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ ২০২৬, এর  ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ান খলিলপুর ইউনিয়ন,ও  রানার্সআপ একাটুনা ইউনিয়নকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আমতৈল ফোর ষ্টার ক্লাব এর সকল সদস্য ও কমকর্তাবৃন্দকে ধন্যবাদ ও

বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা করলে মানুষের মন ও শরীর স্বাস্থ্য ভাল থাকে। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। অতিথিরা নতুন প্রজন্ম সোনালি সম্ভাবনার প্রতিস্রতি  আর এই প্রজন্মকে ধরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই বলে অভিমত ব্যাক্ত করেছেন।।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com