October 29, 2020 তারিখের সংবাদ

বাসন্তী গোধূলি

শামীমা এম রিতু॥ বায়ু বহে ঝিরি ঝিরি পৃথিবীর প’রে গোধূলি ছড়ায় রং প্রান্তরে প্রান্তরে । কৃষ্ণচূড়ার ফাঁকে ফাঁকে দেখা তেয় আভা ধরণী হয়ে উঠে লাবণ্য প্রভা। পাখির ঝাঁক ফিরে চলে আপন নীড়ে উঁকি দেয় সন্ধ্যাতারা নক্ষত্রের ভীড়ে। বাসন্তী গোধূলি...

ধলাই নদীর বাঁকে

শামীমা এম রিতু ॥ মনটা আবার যেতে চায় ধলাই নদীর তীরে হাঁটতে চাই খালি পায়ে নিটোল বালুচরে। যেথায় আছে শৈশব কৈশোর সোনারঙা দিন মনিমালা গরলজলে সেথায় আছে বিলীন। আভখ খেতের পাখির ডাকে আকুল হওয়া হৃদয় নীল আকাশে গাঙচিলের দল...