ফাগুন
March 4, 2018,
নাসির আহমেদ রাসেল
ফাগুনে গুন গুন স্বর
হৃদয় কুটিরে বাজেঁ,
বাজে নিরন্তর।
জাগে স্বপ্ন শুষ্ক এ নিখিলে
আজ অপরুপ সাজেঁভূলোকের
প্রতিটি মুকুলে মুকুলে।
বাতাসে ভাসে মিলনের ফুল
বিচ্ছেদ থাকিলেও রাখে বংশ কুল
তৃষ্ণার্থ প্রান তৃপ্তির ঢেঁকুর তুলিবে
রাজা আর রানীর যৌবন উম্মাদনার
প্রেমময় মিলনে।
অতুল পৃথিবীর সুশীতল ভারসাম্যের
বিঘœ ঘটায় প্রকৃতি বিষাঁদের সুরে
তাপদাহ আর প্রলঙ্কয়ী ঝড়ে
সুখ স্বপ্ন কেড়ে নিতে চায় হুহুকারে হুহুকারে।
জাগে তব শত প্রান
হতে দেবে না শ্বশান
স্বপ্ন জয়ে ফিরে আসে
নিজ হতে পরোপকারে।



মন্তব্য করুন