কৈয়ারখালী বাজারে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

March 5, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার কৈয়ারখালী বাজারে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় সাইফুল ইসলাম (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি সোমবার ৫ মার্চ দুপুরে ঘটে। সে বৌলাসী এলাকার সুফান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী  ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল তার মায়ের সাথে নানা বাড়ি যাবার পথে কৈয়ারখালী এলাকায় সিএনজিচালিত অটোরিক্সা থেকে নেমে রাস্তা পারাপারে সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কা লাগে। গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক আনজির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com