দ্রুতগামী এনা বাসের চাপায় মোটর সাইকেল চালক নিহত

March 14, 2018,

স্টাফ রিপোর্টার॥ এনা পরিবহনের চাপায় মোছাদ্দেক আহমদ দানিয়াল (৩৪) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৩ মার্চ বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় । নিহত দানিয়াল সদর উপজেলার কনকপুর ইউনিয়নের কনকপুর গ্রামের মৃত ফরিদ আহমদ’র মিয়ার পুত্র।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা পরিবহন (গাড়ি নং-ঢাকা মেট্রো-ব ১৪-৬৪১২) এর একটি বাস বিসিক শিল্পনগরী এলাকার একটি কালভার্ট দ্রুতগতিতে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে কনকপুরগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হোন্ডা চালক দানিয়াল গাড়ি থেকে ছিটকে পড়ে মাথা ও বুকে মারাত্বক আঘাত পায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালে নিয়ে গেলে ওখানেই মৃত্যুরকোলে ঢলে পড়ে সে। 

মৌলভীবাজার মডেল থানার এসআই নুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ওখানে গিয়ে তাৎক্ষনিক গাড়ি জব্দ করি।  নিহতের পারিবারের তরফ থেকে থানায় মামলা না দেয়ায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্থান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com