কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তর চার প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা

April 11, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

১০ এপ্রিল মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাবার বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, কম ওজনের বাটখারা ব্যবহার করে কৃষকদের কাছে সার বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে জালালিয়াস্থ মেসার্স মহসীন ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর পালিতকোনাস্থ মেসার্স এস. কে. ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, পতনউষার শহীদনগর বাজারের শিমলা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার টাকা ও মেসার্স শরীফ ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানের সময় কমলগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com