কুলাউড়ায় হাতি নিয়ে প্রথম মিটিং : কঠোর হুশিয়ারি

September 25, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ও জুড়ীর হাতির মালিকদের নিয়ে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কুলাউড়া থানায় মিটিং করা হলো। মিটিং এ হাতির মালিকদের নিজের হাতির যথাযথ হেফাজতে ব্যর্থ হলে অবহেলাজনিত হত্যা মামলা দায়েরের হুশিয়ারি দেয়া হয়েছে। হাতি দিয়ে ভিক্ষাবৃত্তি বন্ধের ও আহবান জানানো হয়েছে।

কুলাউড়া সার্কেলের উদ্যেগে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়া ও জুড়ী থানার ওসিদ্বয় ছাড়াও কুলাউড়া পৌরসভার মেয়র (১টি হাতির মালিক), সাংবাদিকবৃন্দ এবং উভয় থানার হাতির মালিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় জানা যায়, হাতি জাতীয় সম্পদ। পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তারা হাতির মালিক। ২০০৭/০৮ সাল থেকে বন বিভাগ থেকে নিবন্ধন ও প্রতি বছর তা নবায়ন করতে হয়। হতি ব্যবহার করে পাহাড়ের গাছ পরিবহন করা হয়। সার্কাসের লোকেরাও হাতি ভাড়া নেয়। বছরে ১/২ বার পুরুষ হাতি পাগল হয়। এই সময় হাতিকে শিকলবন্ধী করতে না পারলে ক্ষতি সাধন এবং মানুষকে হত্যা করে। কুলাউড়া ও জুড়ীতে প্রতি বছর ২/৩ জন করে মানুষ হতির আক্রমনে মারা যায়।

কুলাউড়ায় প্রায় ২৭ টি এবং জুড়ীতে প্রায় ২০ টি ব্যক্তি মালিকানাধীন হাতি রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com