কমলগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা, সনদপত্র ও কম্পিউটার বিতরণ

January 10, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  কমলগঞ্জে উপজেলার অন্যতম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ‘ইউনিক ক¤িপউটার ট্রেনিং এন্ড আইটি’ এর প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা, সনদপত্র ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার ১০ জানুয়ারি সকাল ১০টায় সংস্থার ভানুগাছ কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনাসভা ও প্রতিষ্ঠানের জুলাই-ডিসেম্বর ও অক্টোবর-ডিসেম্বর ২০১৮ সেশনের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা, সনদপত্র ও কম্পিউটার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউনিক কম্পিউটার ট্রেনিং এন্ড আইটি এর চেয়ারম্যান সুমন দেব বর্মা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। ইউনাইটেড পরিবারের উপদেষ্ঠা অনুজকান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারন স¤পাদক রামভজন কৈরী,  বাংলাদেশ মণিপুরী ভাষা ইস্টিটিউট এর সাধারন স¤পাদক এল শ্যামল সিংহ, কারিতাস সিলেট অঞ্চলের প্রতিনিধি চয়ন চক্রবর্তী প্রমুখ।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক বিশ্বরাজ ধর পাপ্পু। এসময় কারিতাস বাংলাদেশ এর অর্থায়নে ১২জন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে কম্পিউটার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com