কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ভারতীয় অনুদানে মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মিত চারটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত হাই কমিশনার ড. আর্দশ সোয়াইকা ও সিলেটের দায়িত্ব প্রাপ্ত সহকারী হাই কমিশনার এল কৃষ্ণ মূর্তি। রোববার ২৪ ফেব্রুয়ারি দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ও আলীনগর ইউনিয়নে এ চারটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করা হয়। এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, স্থানীয় মণিপুরী নেতৃবৃন্দসহ ভারতীয় হাই কমিশনার অফিসের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শককৃত প্রকল্পগুলো হচ্ছে- আলীনগর ইউনিয়নের ২ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা ব্যয়ে নবনির্মিত তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মন্ডপ, ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন তিলকপুর ললিতমোহন-ধনবতী মহাশ্মশানঘাট, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে মণিপুরী থিয়েটারের জন্য নিজস্ব অর্থায়নের সাথে ভারতীয় হাইকমিশনের ৩৫ লাখ টাকার সহায়তায় নির্মাণাধীন আধুনিক মণিপুরী থিয়েটার স্টুডিও নটমন্ডপ এবং নয়াপত্তন গ্রামে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মণিপুরী কালচারাল কমপ্লেক্স।
মন্তব্য করুন