শ্রীমঙ্গলে ব্যাক্তি উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থ ৩০০ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১০ মে বিকাল ৪ টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে সাবেক ছাত্রলীগ নেতা চাঁদতারা বয়েজ এন্ড গার্লস ক্লাবের প্রধান উপদেষ্টা এ এফ এম সুমেল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু দেব রিটন ও শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত এর নিজ উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।
উক্ত উপহার সামগ্রী বিতরন সঞ্চালনা করেন রাজু দেব রিটন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আবু শহিদ মোঃ আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক আবু কাউছার লাভলু।
উপহার সামগ্রী হিসেবে ৩০০ টি পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শাড়ি, লুঙ্গী, সেমাই, চিনি, গুড়া দুধ উপহার হিসেবে বিতরণ করা হয়।
মন্তব্য করুন