কুলাউড়ায় নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়

September 19, 2024,

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন ও পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মৌলভীবাজার জেলা সারাদেশে শান্তিপূর্ণ ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে পরিচিতি রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যদিয়ে সম্মিলিতভাবে কুলাউড়াকে মডেল উপজেলায় রূপান্তরে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের সুনির্দিষ্ট সময়ে অফিস করার নির্দেশনা প্রদান ও জনবল সমস্যা দূরীকরণের আশ্বাস প্রদান করেন।

এ ছাড়া আসন্ন দুর্গাপূজা সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির মাধ্যমে সম্পন্নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের ফলে দেশে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সুন্দর পরিবেশকে কলুষিত করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। তাদের চক্রান্তে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি চাঁদাবাজদের হুঁশিয়ার করে বলেন, যারা চাঁদাবাজি করবে তারা পুলিশ হোক, আর যেই হোক তাদের ঠিকানা হবে জেলখানা। বর্তমান পরিবেশে সবাইকে চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে হবে যা আইন দিয়ে সম্ভব নয়। আসন্ন দুর্গাপূজা উদযাপনে পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সবাইকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: হামিদ খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, গণমাধ্যম কর্মী এম মছব্বির আলী ও আজিজুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা আদনান চৌধুরী প্রমুখ।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কুলাউড়া থানার নবাগত ওসি মো: গোলাম আপছার, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হান্নান, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: খালেদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com