অনুপ্রেরণা

May 10, 2017,

মো: সাইফুল ইসলাম

নবম শ্রেণী ছাত্র

শাহ মোস্তফা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল।

মূর্খতা থেকে ফিরে এসো

এসো আলোর পথে।

সকল বাঁধা অতিক্রম করে

বিদ্যার্জন কর আমাদের সাথে।

জাগিয়ে থোল চেতনা

দুর কর মনের সব বেদনা।

দেখতে হবে না দুদিন

আমরাই আনব সুদিন।

আমাদের মধ্যেই রয়েছে

কবি রবিন্দ্র আর নজরুল।

জাগিয়ে তোল প্রতিভা

জাগিয়ে তোল মনের সব কৌতুহল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com