আইনজীবী সুজন হ/ত্যা মামলার আ/সামী চট্রগ্রাম জামালপাড়া থেকে গ্রে/ফতার

May 14, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে তরুণ আইনজীবী সুজন হত্যা মামলার আসামী সালমান মিয়া (১৫)-কে চট্টগ্রাম, কর্ণফুলী থানাধীন জামালপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ১৩ মে মঙ্গলবার র‌্যাব-৭ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যম্পের, ইন্টেলিজেন্স, চৌকৌস অফিসার এসআই (নিঃ) মো: ওমর ফারুক এর নেতৃত্বে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত কিশোর সালমান- মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম গ্রামের আলী হোসেন এর পুত্র।

উল্লেখ্য মৌলভীবাজার পৌরসভার সামনে অবৈধ ভাবে গড়ে উঠা ফুসকা ও চটপটি দোকান এর সামনে গত ৬ এপ্রিল রাত অনুমান সারে ১০ ঘটিকার দিকে অজ্ঞাতনামা কিছু লোক তরুণ আইনজীবী সুজনকে চুরি দিয়ে আঘাত করে হত্যা করে। নিহত আইনজীবী সুজন এর ভাই এনামুল হক সুমন, বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা (নং-১৫/১০৬, তারিখ – ০৮/০৪/২০২৫ইং, দায়ের করেন। ঘটনার বিবরণে মৌলভীবাজারসহ দেশ-বিদেশে ফুঁসে ওঠে সকল শ্রেনী-পেশার লোকজন। শহরজুড়ে বিক্ষোভ, মানববন্ধন, আদালত বর্জনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সমালোচনার মুখে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িত কয়েকজন গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সর্বশেষ-র‌্যাব-৭ ও র‌্যাব-৯ এরযৌথ অভিযান পরিচালনা করে জামালপাড়া এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত সালমান-কে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com