ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম সনদ

May 23, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বাল্য বিবাহের জন্য এক মেয়ের জন্ম সনদ দেওয়া হয়েছে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু।  চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছুর স্বাক্ষরিত অভিযোগ থেকে জানা যায়,  ১২ মে থেকে ১৪ মে ২০১৭ ইং পর্যন্ত একটি অনুষ্ঠানে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। আরও জানা যায়, ঢাকায় থাকা অবস্থায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিরজীত দেবনাথ চেয়ারম্যানের সাথে কোন প্রকার যোগাযোগ না করে কয়েকজনের যোগসাজেশে স্বাক্ষর জাল করে মো: গৌছ আলী, পিতা মো, জহুর আলী, মাতা মোছা: হালেমা বেগম, জন্ম তারিখ ০৫-০২-১৯৯৩ইং, নিবন্ধন বই নং -০৮, নিবন্ধন ইসু তারিখ ১৪-০৫-০২১৭ইং।


এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়নের কয়েকজন বলেন, ডিজিটাল সেন্টার ছিল সাধারন মানুষ সেবা পাওয়ার একটি আদর্শ স্থান। কিন্তু এ ডিজিটাল সেন্টারে সাধারন মানুষ পদে পদে হয়রানী হচ্ছেন চেয়ারম্যানের অজানা আড়ালে।
এ ব্যাপারে উদ্যোক্তা বিরজীত দেবনাথ স্বাক্ষর জালিয়াতির বিষয়টি অস্বীকার করে বলেন, আমার সঠিক ডকুমেন্ট কাগজ পত্র প্রশাসনকে দেখিয়েছি। তবে এ স্বাক্ষর কে বা কারা জালিয়াতি করছেন প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু বলেন, আমার অনুপস্থিতে ডিজিটাল সেন্টারের উদ্যাক্তা বিরজীত দেবনাথ বয়স বাড়িয়ে আমার স্বাক্ষর জাল ও ইউনিয়ন পরিষদের সীল মোহর ব্যবহার করায় তদন্ত সাপেক্ষে সত্যতা পেয়ে সনদটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আমার পূর্ববর্তী চেয়ারম্যানদের আমলে স্বাক্ষর জাল করে ভুয়া নিবন্ধন দিয়ে একটি চক্র বাল্য বিবাহের সহযোগিতা করে থাকে। এব্যাপারে স্বাক্ষর জালিয়াতির একটি লিখিত অভিযোগ কুলাউড়া নির্বাহী কর্মকর্তা বরাবর দিয়েছি। এ বিষয় প্রশাসন ব্যবস্থা নেওয়ার কামনা করছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি বলেন, হাজীপুর ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির একটি অভিযোগ পেয়েছি। তিনি আরও বলেন, উদ্যোক্তাও একটি লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com