ইফার জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এবং ইসলামি ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখা পরিচালিত জাতীয় শিশু কিশোর ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলা থেকে প্রায় ৩২০জন শিশু হামদ/নাত,ক্বেরাত,আবৃত্তি,উপস্থিত বত্তৃতা,আজান,২০টি বিষয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ইসলামি ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখার উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মৌলানা মতিউর রহমান এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরন করেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) আব্দুল হালিম,পাবলিক লাইব্রেরির সম্পাদক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন শিক্ষক আব্দুস শহীদ খান, শিক্ষার্থী ফাহমিদা তানজিম,হুসাইন আহমদ,ইফার ফিল্ড অফিসার ইয়াহিয়া আহমদ চৌধুরী, জুলফিকার আলী বাবুল প্রমূখ।
মন্তব্য করুন