ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শ্রীমঙ্গলে আটক

January 9, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২৬ পিস ইয়াবাসহ রুবেল মিয়া (৩৫) নামে এক  মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রোববার ৮ জানুয়ারি বিকেলে তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চন্দ্র দাস, পুলিশ উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার, পুলিশ উপ-পরিদর্শক (এসআই) অলক বিহারী গুন ও এএসআই রাজু কুমার বিস্বাসসহ পুলিশের একটি দল শহরের সোনার বাংলা রোডের (নতুন বাজার দক্ষিণ রোড) বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরের সামনে থেকে তাকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে তার পরনের ট্রাউজারের পকেট থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রুবেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার মৃত বাদশা মিয়া ছেলে।  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান,  আটককৃত রুবেল মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২টি মাদকসহ ৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •