এপেক্স মৌলভীবাজারের উদ্যোগে দুঃস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

কুলাউড়া অফিস॥ এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর অন্তর্ভূক্ত ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে ৫ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা ৬টায় এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম এর বাসভবনে একটি সেবা কর্মসূচী সম্পন্ন হয়। ক্লাবের ২০১৭ বর্ষের সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোঃ জাহাঙ্গীর আলমের পৃষ্ঠপোষকতায় ১৫ জন দঃুস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ (স্কুলব্যাগ) বিতরণ কর্মসূচী সম্পন্ন করা হয়। সেই সময় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, ক্লাব পিপি বৃন্দ এপেঃ রফিকুল ইসলাম টিপু, এপেঃ আব্দুস সহিদ বাবুল, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ শাহীন আহমদ, আইপি এন্ড এক্সপেনশন ডিকেক্টর এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, ট্রেজারার এপেঃ সুরমান আহমদ, মে. এন্ড এ.ডি. এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল, ফে. এন্ড পা.রি.ডি এপেঃ সোহেল আহমদ, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আলতাফ হোসেন সুমেল, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ সালেহ আহমদ, এপেঃ আবু মুসা খান, এপেঃ আব্দুল জলিল, এপেঃ মোঃ আজিজুর রহমান, এপেঃ আয়েশা আক্তার, এপেঃ আলাউদ্দিন শামীম, এপেঃ আব্দুল মুহিত, এপেঃ মুশফিকুর রহমান সহ ক্লাবের অন্যান্য এপেক্সিয়ানবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন